নাম এবং বনর্নাঃ কাদুটি উচ্চ বিদ্যালয় এবং কলেজ। এটি বরকরই ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয়। এর শিক্ষার মান অত্যান্ত ভাল। এটি বরকরই ইউনিয়নের পূর্ব কোনে অবস্থিত। এর সাথে পূর্ব উত্তরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন এবং পূর্ব দক্ষিনে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন অবস্থিত। দক্ষিনে এবং পশ্চিমে বরকরই ইউনিয়ন অবস্থিত। এ স্কুলে প্রতি বছর পাশের হাড় ১০০% । আর ৬ ষ্ঠ থেকে ১০ ম শ্রেনী পর্যন্ত প্রায় ৭০০ (সাতশত) ছাত্র/ছাত্রী পড়াশুনা করে আসছে।
এ স্কুলে বিজ্ঞান, বানিজ্যিক এবং মানবিক শাখার পাশাপাশি কম্পিউটারের উপর বিশেষ নজরদারিতে শিক্ষা দান করা হয়। আধুনিক পরিসরে স্থাপন করা হয়েছে বিশেষ কম্পিউটার ল্যাব। এ ল্যাবে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ১০ টি নতুন কম্পিউটার। বর্তমানে এ স্কুলটিকে কলেজে রুপান্তরিত করার প্রক্রিয়া চলছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস