বরকরই ইউনিয়ন পরিষদ। এটি চান্দিনা জেলার ১২ তম ইউনিয়ন । এটি আয়তনে চান্দিনা উপজেলার ২ য় তম ইউনিয়ন। এটির লোকসংখ্যা বড়/ছোট মিলিয়ে প্রায় ৬০ হাজারের কাছাকাছি। আর নিবন্ধিত ব্যক্তির সংখ্যা মোট ৩৬ হাজার। শিক্ষার হাড় ৬৫%।
এটি চান্দিনা উপজেলা থেকে বাস, সি এন জি, যোগে আশা যায়। আর এটি উপজেলা সদর থেকে ১২ কি: মি: পশ্চিম দক্ষিনে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস